আমরা জানি, গঠনগতভাবে Sentence তিন প্রকার। যথা:
i. Simple
ii. Complex
iii. Compound
প্রয়োগিক ক্ষেত্রে একটি Simple Sentence -কে Complex বা Compound, একটি Complex Sentence -কে Simple বা Compound এবং একটি Compound Sentence -কে Simple বা Complex Sentence -এ রূপান্তর করা যায়। এ ধরনের Transformation করার আগে আমাদের প্রথমেই উপর্যুক্ত Sentence গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া দরকার। আমাদের বুঝা দরকার ‘গঠনগতভাবে’ বলতে আসলে কি বুঝায়। আসলে ‘গঠনগতভাবে’ বলতে আমরা একটি বাক্যে Clause -এর সংখ্যা ও ধরন বুঝিয়ে থাকি। সেদিক থেকে –
Simple Sentence হলো যে Sentence -এ একটি মাত্র Clause থাকে। যদিও একটিমাত্র Clause থাকলে তাকে আর Clause বলা হয় না বরং তাকে Sentence -এ বলা হয়ে থাকে।
Complex Sentence হলো যে Sentence -এ দুটি Clause থাকে। তবে Clause দুটির একটির উপর আরেকটি নির্ভরশীল থাকে। একটির উপর আরেকটি নির্ভরশীল থাকে। এরূপ ক্ষেত্রে Clause দুটিকে একটি Sub-ordinating Conjunction দ্বারা যুক্ত করতে হয়।
Compound Sentence হলো যে Sentence -এ দুটি স্বাধীন Clause থাকে। Clause দুটিকে একটি Co-ordinating Conjunction দ্বারা যুক্ত করা হয়।
উপরের সংজ্ঞা গুলো ভালোভাবে বুঝার জন্য কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন
i. Clause কী?
ii. Sub-ordinating Conjunction কী এবং কোনগুলো?
iii. Co-ordinating Conjunction কী এবং কোনগুলো?
iv. Finite Verb
v. Non-finite Verb
Clause (বাক্যাংশ): Clause হলো একটি বাক্যের ততটুকু অংশ যতটুকুর মধ্যে একটি Subject ও একটি Verb থাকে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে Subject টি উহ্য থাকতে পারে। মনে রাখতে হবে Subject উহ্য থাকা মানে Subject না থাকা নয়।
Sub-ordinating Conjunction: যে সব Conjunction দুটি Clause -কে যুক্ত করে, একটিকে অপরটির উপর নির্ভরশীল করে তোলে তাদেরকে Sub-ordinating Conjunction বলে। Sub-ordinating Conjunction গুলো হলো- when, as, since, because, that, if, so that, so…that, who, which, what, where, though, although, as if, as though, while, till, until, unless ইত্যাদি।
Co-ordinating Conjunction: যে সব Conjunction দুটি Clause -কে যুক্ত করে উভয়কে স্বাধীন রাখে তাদেরকে Co- ordinating Conjunction বলে। Co-ordinating Conjunction গুলো হলো- and, but, or, either..or, neither…nor, both…and, not only…but also ইত্যাদি।
Finite Verb: Finite Verb হলো একটি বাক্যের সেই রূপ যার দ্বারা কোন বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়।
Finite Verb -এর বৈশিষ্ট্য:
i. Finite Verb -এরই Subject থাকে।
ii. Finite Verb -এর Tense থাকে।
iii. Finite Verb Clause গঠন করতে পারে।
Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া): Non-finite Verb হলো Verb -এর সেই রূপ যার দ্বারা কোন বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না।
Non-finite Verb -এর বৈশিষ্ট্য:
i. Non-finite Verb -এর Subject থাকে না।
ii. Non-finite Verb Tense প্রকাশ করে না।
iii. Non-finite Verb Clause গঠন করতে পারে না। তবে,
iv. Non-finite Verb Phrase গঠন করতে পারে।
তাই একটি Clause -এর Finite Verb -কে Non-finite করলে Finite Verb -এর Subject -টি আর থাকে না। Subject -টিকে হয় তুলে দিতে হয়, আর তা সম্ভব না হলে Subject -টিকে Object বা Possessive রূপে পরিবর্তন করতে হয়। তাতে Clause টি ভেঙ্গে Phrase হয়ে যায়। এবার লক্ষ্য করা যাক, Simple ↔ Complex ↔ Compound এর ক্ষেত্রে মূল করণীয়টা কী?
Simple to Complex / Compound
Simple Sentence -কে Complex বা Compound করতে হলে একটি নতুন Clause গঠন করতে হয় এবং Complex করার জন্য Clause দুটিকে একটি Sub-ordinating Conjunction দ্বারা যুক্ত করতে হয় এবং Compound করার জন্য Clause দুটিকে একটি Co-ordinating Conjunction দ্বারা যুক্ত করতে হয়। যেমন:
Simple: Himel is a good student.
Complex: Himel is a student who is good.
Compound: Himel is a student and he is good.
উপরের Simple Sentence -টিতে একটিমাত্র Clause আছে যাতে একটিমাত্র Subject (Himel) এবং একটিমাত্র Finite Verb (is) রয়েছে। যদি আমরা Simple Sentence -টি থেকে ‘good’ শব্দটিকে বের করে নিই তাহলে Clause -টি ঠিকই থাকে। তাই ‘good’ শব্দটিকে ঘিরে আমরা নতুন একটি Clause গঠন করতে চাই। তার জন্য আমাদের প্রয়োজন একটি Subject ও একটি Finite Verb। আমরা Himel -এর পরিবর্তে ‘he’ এবং Verb হিসেবে ‘is’ ব্যবহার করলেই একটি নতুন Clause তৈরি হয়। এখন দুটি Clause দাঁড়ালো- Himel is a student এবং he is good. Clause দুটিকে যুক্ত করার জন্য Compound এর ক্ষেত্রে and এবং Complex এর ক্ষেত্রে Relative Pronoun ‘who’ ব্যবহার করা হয়েছে। যেহেতু ‘who’ নিজেই subject হিসেবে কাজ করে তাই ‘he is good’ Clause -এর ‘he’ পুনরায় ব্যবহার করা হয়নি।
Complex / Compound to Simple
একটি Complex বা Compound Sentence -কে Simple করতে হলে আমাদের মূল কাজটি হলো দুটি Clause -এর একটিকে ভেঙ্গে দেওয়া। আর আমরা Clause -টিকে ভাঙ্গতে চাইলে উক্ত Clause -এর Subject -টিকে তুলে দিতে পারি বা ভিন্নরূপে বলতে পারি এবং Finite Verb টিকেও তুলে দিতে পারি বা Non-finite করতে পারি। Complex বা Compound থেকে Simple করলে যেহেতু একটি Clause ভেঙ্গে দিতে হয় এবং একটিমাত্র Clause থাকে তাই Conjunction -টি ব্যববহারের আর প্রয়োজন হয় না।
Complex: Himel is a student who is good.
Compound: Himel is a student and he is good.
Simple : Himel is a good student.
উপরের Complex বা Compound Sentence -টিকে Simple করার জন্য আমরা একটি Clause (who is good/ he is good) ভেঙ্গে দিয়েছি এবং Conjunction হিসেবে ব্যবহৃত who/and উঠে গেছে। মনে রাখতে হবে, সাধারণত Complex Sentence -কে Simple Sentence করার সময় Conjunction -এর পরের Clause টিকে ভাঙ্গতে হয়, এবং Compound Sentence -কে Simple Sentence করার সময় Conjunction -এর পূর্বের Clause -টিকে ভাঙ্গতে হয়।
Complex to Compound
Complex থেকে Compound এবং Compound থেকে Complex করার ক্ষেত্রে যেহেতু দুই ধরনের বাক্যেই দুটি করে Clause থাকে তাই কোন Clause -কে ভাঙ্গার বা নতুন করে কোন Clause গঠন করার প্রয়োজন হয় না। শুধু Conjunction পরিবর্তন করেই আমরা Complex থেকে বা Compound থেকে Complex করতে পারি। তবে মনে রাখতে হবে, কোনো কোনো সময় একটি Clause -এর ভেতরে সামান্য কিছু পরিবর্তন হতে পারে।
Complex: Himel is a student who is good.
Compound: Himel is a student and he is good.